প্রমিত / শুদ্ধ বাংলা উচ্চারণ এর একমাত্র গ্রহণযোগ্য এবং বাংলা একাডেমি স্বীকৃত অভিধান ''বাংলা একাডেমী বাংলা উচ্চারণ অভিধান' নামে যে অভিধান বাংলা একাডেমি প্রকাশ করে তা "নরেন বিশ্বাস" স্যার এর। এতে ১৪৯টি উচ্চারণ সূত্র রয়েছে। পড়ে এগুলো মনে রাখা কঠিন । স্যার এর জীবদ্দশায় খুব মজা করে উচ্চারণ এর ক্লাস নিতেন।
যারা স্যার এর ক্লাস করতে না পারায় আফসোস করেন এবং উচ্চারণ শিখতে চান সহজে তাদের জন্য এই অ্যাপ এ স্যার এর দশটি উচ্চারণ এর ক্লাস আছে যা ধারাবাহিক ভাবে শুনলে উচ্চারণ পিপাসু সকলের উপকার হবে এবং সূত্র গুলো সহজে বুঝতে ও মনে রাখতে পারবেন।
ক্লাস গুলো ধারাবাহিক ভাবে শুনতে হবে।
প্রমিত / শুদ্ধ বাংলা উচ্চারণ, উপস্থাপনা’র কোর্স এবং চর্চার সমন্বিত মাধ্যম এই ভয়েস বাংলা এ্যাপ।
আরো যা যা রয়েছে-
- Voice Recording
- Playing back recordings
- Multiple recording Formats
- Multiple sample rate and bitrate
- Background Recording and playing
- Share recordings
- Add recordings to bookmarks
- Multiple Color themes