ঢাকা সিটির রয়েছে প্রায় চারশ বছরের পুরনো ইতিহাস! প্রাচীন ঢাকার রয়েছে হরেক রকম এলাকা-মহল্লা, অলি-গলি-তস্য গলি। সাথে রয়েছে তাদের বাহারি সব নাম । সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোড বা রাস্তা । আমাদের এই অ্যাপে রয়েছে ঢাকার জানা অজানা নানান তথ্য।